27 May, 2024
BY- Aajtak Bangla
মৌমাছির মধু যেমন সুস্বাদু। তেমন এর হুলও বেদনাদায়ক। মৌমাছি কামড়ালে সেই স্থানে প্রচণ্ড জ্বালা করে।
মৌমাছির হুলে বিষ থাকে। যা শরীরে সংক্রমণ ঘটায়।
একটি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়েই বিষ সরানো সম্ভব। কীভাবে জানেন?
মৌমাছি যেখানে হুল ফোটায় সেই জায়গায় ক্রেডিট কার্ড দিয়ে ধীরে ধীরে রক্ত খানিকটা বের করে দিন। যাতে সংক্রমণ না ছড়ায়। তবে নোংরা কার্ড ব্যবহার করবেন না।
মৌমাছির হুলের জ্বালাভাব কমাতে ৫ জিনিস ব্যবহার করতে পারেন।
বেকিং সোডা- বেকিং সোডায় যে উপাদান মেলে বিষের প্রভাব কমায়। বেকিং সোডা লাগালে ব্যথা, চুলকানি এবং ফোলা থেকে মুক্তি।
আপেল সিডার ভিনেগার- আক্রান্ত স্থানে আপেল সিডার ভিনেগার লাগান। স্বস্তিও দেয়। কমায় জ্বালা।
মধু- মৌমাছি দংশন করলে মধু বিষ ছড়াতে বাধা দেয়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ সংক্রমণ রোখে।
চুন- মৌমাছির হুল থেকে ফোলা, ব্যথা এবং চুলকানি কমাতে চুন দিন। মৌমাছির হুলের পার্শ্বপ্রতিক্রিয়া কমায়।
অ্যালোভেরা জেল- মৌমাছির হুলের প্রভাব কমাতে অ্যালোভেরার রস লাগান। ফোলা, ব্যথা এবং জ্বালা কমাতে সহায়ক।