BY- Aajtak Bangla

ঘামের পচা বোঁটকা গন্ধ দূর হবে সঙ্গে সঙ্গে, লাগান রান্নার এই উপকরণ

7 APRIL, 2025

গরমে সকলেরই ঘাম হয়। আর ঘাম হলেই গা থেকে দুর্গন্ধ বেরোয়।

ঘাম

ঘামের পচা গন্ধ দূর করতে অনেকে নানা ধরনের পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করেন।

দুর্গন্ধ

 তবে ঘামের গন্ধ দূর করতে পারফিউম মাখলেও তার ফল দীর্ঘস্থায়ী হয় না। তাছাড়া খরচসাপেক্ষ।

পারফিউম

ঘরোয়া উপায়েই সহজেই সস্তায় ঘামের গন্ধ দূর হবে। লাগবে রান্নার এই উপকরণ। .

ঘরোয়া উপায়

 বিশেষজ্ঞদের মতে, ঘামের গন্ধ দূর করতে নারকেল তেল খুবই কার্যকরী। এতে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান।

নারকেল তেল

 স্নানের পর ১ ফোঁটা নারকেল তেল লাগালে নিমেষে ঘামের গন্ধ দূর হবে।

১ ফোঁটা নারকেল তেল

যেখানে ঘাম হয়, সেখানে বেকিং সোডা লাগান। দেখবেন, ঘামের গন্ধ দূর হয়ে যাচ্ছে।

বেকিং সোডা

 বগলে লেবুর রস লাগান, তাতেও ঘামের গন্ধ দূর হবে। 

লেবুর রস 

গায়ে অ্যালোভেরা লাগালে ঘামের গন্ধ দূর হয়।

অ্যালোভেরা