BY- Aajtak Bangla
7 APRIL, 2025
গরমে সকলেরই ঘাম হয়। আর ঘাম হলেই গা থেকে দুর্গন্ধ বেরোয়।
ঘামের পচা গন্ধ দূর করতে অনেকে নানা ধরনের পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করেন।
তবে ঘামের গন্ধ দূর করতে পারফিউম মাখলেও তার ফল দীর্ঘস্থায়ী হয় না। তাছাড়া খরচসাপেক্ষ।
ঘরোয়া উপায়েই সহজেই সস্তায় ঘামের গন্ধ দূর হবে। লাগবে রান্নার এই উপকরণ। .
বিশেষজ্ঞদের মতে, ঘামের গন্ধ দূর করতে নারকেল তেল খুবই কার্যকরী। এতে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান।
স্নানের পর ১ ফোঁটা নারকেল তেল লাগালে নিমেষে ঘামের গন্ধ দূর হবে।
যেখানে ঘাম হয়, সেখানে বেকিং সোডা লাগান। দেখবেন, ঘামের গন্ধ দূর হয়ে যাচ্ছে।
বগলে লেবুর রস লাগান, তাতেও ঘামের গন্ধ দূর হবে।
গায়ে অ্যালোভেরা লাগালে ঘামের গন্ধ দূর হয়।