31 OCT, 2024
BY- Aajtak Bangla
সন্ধেবেলা ঘরে লাইট জ্বালালেই পোকার উৎপাত শুরু হচ্ছে। গায়ে তো বসছেই, খাবারকেও তারা ছাড়ছে না।
কিন্তু কয়েকটি ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়ি থেকে পোকাদের বিদায় করা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক এই পোকাদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়গুলি সম্পর্কে।
এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণায় স্প্রে করুন। এতে ঘরে উপস্থিত পোকামাকড় চলে যাবে।
এক কাপ জলে ২ চা চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। তারপর বোতলে ভরে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। গোলমরিচের ঝাঁঝে পোকামাকড় পালাতে পথ পাবে না।
সুগন্ধি তেলের গন্ধেও দূরে থাকে পোকা মাকড়। ঘর মোছার জলে মিশিয়ে দিন কয়েকফোঁটা সুগন্ধি তেল।
লাইটের পাশে পাতা-সহ নিমডাল ঝুলিয়ে রাখতে পারেন। এর গন্ধে পোকারা আসবে না।
এছাডা়ও জলে নিম তেল মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়েও দিতে পারেন। তাতেও কাজ হবে।
এক কাপ জলের সঙ্গে দু’ চামচ টি ট্রি তেল মিশিয়ে স্প্রে করে দিন আলোর চারপাশে ও ঘরের নানা কোণে।