31 MAY 2025

BY- Aajtak Bangla

গরম খুন্তির ছ্যাঁকা খেয়েছেন? রইল জ্বালা কমানোর টোটরা

রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন? ছ্যাঁকা লেগে জ্বালা করছে?

হঠাৎ ছ্যাঁকা লাগলে কী করবেন? জেনে নিন জ্বালা কমানোর উপায়।

পোড়া ত্বকের উপর সরাসরি অ্যালোভেরা জেল লাগান। ক্ষত সারবে তাড়াতাড়ি।

কাঁচা মধু অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারেন। জ্বালা কমে যাবে। পোড়ার দাগও হবে না।

ভিনিগারে জল মিশিয়ে পাতলা করে নিন। পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। মিলবে আরাম।

ল্যাভেন্ডার অয়েলের মিশ্রণ পোড়া অংশে  সারাদিন লাগিয়ে রাখুন। জ্বালা কমবে।

পুড়ে গেলে হাতের কাছে কিছু না থাকলে কলার খোসা চেপে ধরুন হাতে। জ্বালা কমবে।

পোড়া সারাতে দইও খুব ভাল কাজ করে। তবে সঙ্গে সঙ্গে লাগালে জ্বালা আরও বেড়ে যাবে।

ত্বকের যত্নে খুবই ভাল কাজ করে অলিভ অয়েল। পোড়ায় লাগালে উপকার পাবেন।