29 JUNE, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় বাড়ে আরশোলার উৎপাত। রাসায়নিকের ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে।
তেজপাতার গন্ধে পালায় আরশোলা। ঘরের কোণে বেশি কিছু তেজপাতা রাখুন। থাকবে না আরশোলা।
একটি পাত্রে সমপরিমাণ বেকিং পাউডার ও চিনি মিশিয়ে রেখে দিন। চিনির গন্ধে চলে আসে আরশোলা। বেকিং সোডায় মৃত্যু।
লবঙ্গের গন্ধ তীব্র গন্ধযুক্ত। রান্নাঘরের ড্রয়ারে এবং স্টোর রুমের তাকে লবঙ্গ কুঁড়ি রাখুন।
কাপড় কাচার বোরাক্স পাউডার স্প্রে করে দিন। শিশুরা যেন কাছেপিঠে না থাকে।
রান্নাঘর মোছার সময় জলের সঙ্গে কেরোসিন তেলে মিশিয়ে নিন।
আরশোলা দেখলেই সাবান জল স্প্রে করুন। পালানোর পথ পাবে না।
লেবু আরশোলার যম। লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে রান্নাঘর মুছুন।
রসুন, পেঁয়াজ পিষে গোলমরিচ মিশিয়ে জল দিন। রাতে রান্নাঘর বন্ধ করার আগে ওই জল ভাল করে চারদিকে ছিটিয়ে দিন।
সাবান ও জলের সঙ্গে মিশিয়ে নিন লিস্টারিন। সেই জল স্প্রে করুন।
রাতে রান্নাঘর বন্ধের আগে ছড়িয়েছিটিয়ে রাখুন শসার টুকরো। আরশোলার উৎপাত কমে যাবে।
জলের পাইপ বা জল বেরিয়ে যাওয়ার জায়গায় নেট দিয়ে রাখুন। খোলা রাখবেন না। ফল ও সবজির খোসা বেশিক্ষণ ঘরে রাখবেন না। ফেলে রাখবেন না উচ্ছিষ্ট খাবার।