BY- Aajtak Bangla
9 May 2025
আরশোলা বা তেলাপোকার অত্যাচার বাড়লে বাড়িতে টেকা দায় হয়ে পড়ে। বেডরুম, বাথরুম, রান্নাঘর প্রায় সব জায়গাতেই এদের আনাগোনা থাকে।
বাজারে আরশোলা তাড়়ানোর স্প্রে পাওয়া যায় ঠিকই তবে তা খুব একটা কার্যকরি হয় না।
তবে ঘরোয়া উপায় ব্যবহার করে সহজেই আরশোলা তাড়ানা যায়। কয়েক ফোঁটা লেবুর রসেই ঘর আরশোলাকে চিরতরে বিদায় করা যায়।
আসলে লেবুর রস একদম পছন্দ করে না আরশোলা। সেজন্য ঘরের কোণে ছোটো ছোটো করে লেবু কেটে রেখে দিলে আর আঁরশোলা ঢোকে না।
এছাড়াও বালতিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে প্রতিদিন ঘর মুছুন। তাহলেও আরশোলা পালাবে।
সাবান জলও খুব কার্যকরী। একটি বোতলে জল ও লিকুইড সাবান নিয়ে তা মিশিয়ে নিন।
তারপর সেই সাবান জল স্প্রে করুন আরশোলার উপর। তাহলেই ঘর থেকে পালাবে সেই আঁরশোলা।
আরও কতগুলো সাধারণ বিষয় মেনে চললে আরশোলা আসবে না। যেমন ডাস্টবিন শুকনো রাখার চেষ্টা করুন।
বাথরুমে নোংরা জমতে দেবেন না। নিয়মিত পরিষ্কার করুন। আবর্জনা যেন বাড়িতে না জমে।