BY- Aajtak Bangla

আরশোলার টিকিও দেখা যাবে না, বাড়ির রান্নাঘরে করুন এই ছোট্ট কাজ

13 July, 2024

আরশোলা দেখে অনেকেই ভয় পান। আরশোলা রোগও ছড়াতে পারে। 

আরশোলা নোংরা স্থানে গেলে তার গায়ে-পায়ে জীবাণু ওঠে। সেই অবস্থায় তারা খাবারে, টেবিলে উঠলে তাতে জীবাণু ছড়ায়।

তাই সুস্থ থাকতে ঘর-বাড়িকে আরশোলা মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ!

রাসায়নিক মিশ্রিত দামি স্প্রে, তেল ব্যবহার করেও অনেক সময় আরশোলার উপদ্রব  রয়ে যায়।

আসুন জেনে নেওয়া যাক বাড়ি-ঘর আরশোলা-মুক্ত করার অব্যর্থ কয়েকটি উপায়...

বোরিক পাউডার এক ধরণের অ্যাসিডিক উপাদান। আরশোলার উপদ্রব কমানোর ক্ষেত্রেও বোরিক পাউডারের ব্যবহার করা চলে।

তেজপাতার গন্ধ আরশোলা মোটেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। ফল পাবেন হাতেনাতে।

চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় কোনায় ছড়িয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা পড়বে।

১ চামচ বোরিক আর কোকো পাউডারের সঙ্গে ২ চামচ আটা-ময়দা একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় ছড়িয়ে দিন।