10 February, 2025
BY- Aajtak Bangla
বাড়ি যতই পরিষ্কার রাখুন আরশোলা বা টিকটিকির উপদ্রব থেকে রেহাই নেই।
ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
আরশোলা-টিকটিকি তাড়ানোর জন্য বিশেষ কায়দায় ঘর মুছলেই হবে।
একটি কাপে ভিনিগার দিয়ে দুই থেকে তিন চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। তারপর সেটি ঘর মোছার জলে মেশান।
হেঁশেলের জিনিস দিয়েও এই উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়। ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন মিশিয়ে দিন।
তারপর সেই দ্রবণে লেবুর রস মেশান। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন।
এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
এক কাপ জলে পাঁচ থেকে ছ'টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান।
এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।