9 June, 2024
BY- Aajtak Bangla
শ্যাম্পু, কন্ডিশনার দিলেও কিছুতেই যেতে চায় না খুশকি। রাসায়নিক ছাড়ুন। ঘরোয়া উপাদানে পান মুক্তি।
খুশকি নিয়ে সকলেই নাজেহাল। প্রাকৃতিক উপায়েই খুশকি দূর করতে পারেন।
খুশকি দূর করতে লাগবে নারকেল তেল, কর্পূর ও লবঙ্গ। কীভাবে বানাবেন সেটা জানুন।
লবঙ্গ ও কর্পূর অ্যান্টিড্যান্ড্রাফ এবং অ্যান্টিফাঙ্গাল গুণে ভরা। মাথার ত্বক পরিষ্কার করে। খুশকি একদম গোড়়া থেকে দূর করে।
কর্পূর ও লবঙ্গ ভালো করে পিষে নিন। গুঁড়ো হয়ে যাবে।
এবার নারকেল তেলে কর্পূর ও লবঙ্গ গুঁড়ো করে দিন। নারকেল তেল গরম করুন।
তেল গরম হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে চুলে লাগান। হালকা হাতে চুল ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে। মাথার ত্বকে উষ্ণতা অনুভব করবেন।
২০ মিনিট পর জলে মেশান লেবুর রস। পুরো মাথার ত্বকে দিয়ে আবার ম্যাসাজ করুন।
এবার চুলে এভাবে ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করুন।
সপ্তাহে ২-৩ বার এটা করুন। আপনার চুল থেকে খুশকি দূর হবে।