9 November, 2024

BY- Aajtak Bangla

বাতকর্মে প্রচণ্ড দুর্গন্ধ? এই ৫ আয়ুর্বেদ ট্রিকসে পান চিরতরে মুক্তি

  বাতকর্ম শরীরের ক্রিয়াকলাপের একটি অংশ। কারও বাতকর্ম বেশি কারও আবার কম। অনেকের বাতকর্ম দুর্গন্ধযুক্ত।

আয়ুর্বেদেই রয়েছে দুর্গন্ধযুক্ত বাতকর্ম থেকে মুক্তির টোটকা। পাচনতন্ত্রের উন্নতিও ঘটায়।

জোয়ান-  জিরে, এলাচ এবং জোয়ান জল খেলে পেট ফাঁপা, গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যা থেকে মুক্তি মেলে। 

খাবারের আধ ঘণ্টা পর গরম জলে বিটনুনের সঙ্গে ১ চা চামচ জোয়ান চিবিয়ে খেলে গ্যাস হয় না পেটে। 

জিরে- পেট ঠান্ডা রাখে বদহজম হয় না। সেই সঙ্গে হজমও তাড়াতাড়ি হয়।

 খাওয়ার ১ ঘন্টা আগে/পরে জিরে জলে মিশিয়ে খেয়ে নিন। পেট সাফ হয়ে যাবে। 

মেথি বীজ- কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ১ চা চামচ মেথি বীজ সারারাত এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে খেয়ে নিন।

ধনে বীজ- ধনে বীজের জল খেলে পেট ফোলা কমে। হজমশক্তি ভালো হয়।

এলাচ- একটি ছোট টুকরো চিবিয়ে খেয়ে নিন। গ্যাস গায়েব।

নিঃশ্বাসে দুর্গন্ধ বা ডায়রিয়া হলে এলাচ চিবিয়ে খেলে উপকার মেলে।