BY- Aajtak Bangla
22 June 2024
অনেকের বাড়িতেই মাছির উপদ্রব লেগে থাকে। কোনও কিছু খাবার রাখলেই মাছি ভনভন করে।
ঘরে মাছির উপদ্রব মোটেই ভাল নয়। মাছি জীবাণু বহন করে। ফলে মাছি খাবারে বসলে তা খেলে রোগ ছড়াতে পারে। ।
ঘর থেকে তাই মাছি তাড়াতে অনেকে বাজারের নানা স্প্রে ব্যবহার করেন। তবে তার ফল খুব একটা পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া কিছু টোটকাতেই ঘর থেকে মাছি পালাবে। কীভাবে? ।
ঘরে কর্পূর রেখে দিন। কর্পূরের গন্ধ মাছি একদম সহ্য করতে পারে না। .
একটি চামচে এক টুকরো কর্পূর রেখে আগুনে ধরান। তারপরে সেই ধোঁয়া ঘরের চারপাশে ছড়িয়ে দিন। এতে মাছি পালাবে। . .
লেবু, নুন, জল নিয়ে বোতলে ভরে স্প্রে করলেও ঘর থেকে মাছি পালাবে। . .
ঘরে তেজপাতা পোড়ালে ত্রিসীমানায় ঘেঁষবে না মাছি।
পুদিনা পাতা দিয়েও মাছি তাড়াতে পারবেন। ঘরে যেখানে মাছি বসে, সেখানে পুদিনা পাতা রাখলে উপকার পাবেন।