15 JULY 2025
BY- Aajtak Bangla
বর্ষায় চারিদিকে মশা-মাছি উড়ে বেড়ায়। খোলা জায়গায় খাবার রাখলেই মাছি এসে ভন ভন করে।
কাটা ফল চাপা দেওয়া সত্ত্বেও মাছি হানা দেয়। মাছি তাড়াতে নাজেহাল সকলেই।
মাছি প্রচুর জীবাণু বহন করে, যার থেকে খাবারে বিষক্রিয়া হতে পারে। ঘরোয়া টোটকা কাজে লাগান।
রান্নাঘরে কোনও আবর্জনা জমা করে রাখবেন না। থালা-বাসন ধুয়ে পরিষ্কার করে রাখবেন।
ফল কাটা মাত্র কোনও কৌটো বা টিফিন বক্সে ভরে রাখুন। সঙ্গে সঙ্গে খেয়ে নিলেই ভালো।
মগ বা কোনও কৌটোতে জল নিন। এতে ভিনিগার ও চিনি মিশিয়ে দিন। ভিনিগারের গন্ধে মাছি মিশ্রণটির উপর এসে পড়বে এবং আর উড়তে পারবেন না।
একটা লেবু দু’টুকরো করে কেটে নিন। এর মধ্যে কয়েকটা লবঙ্গ গুঁজে রাখুন। এটি ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। লবঙ্গের গন্ধে মাছি ঘুরবে না ঘরে।
ঘর মোছার জলে নিম তেল মিশিয়ে দিন। এতে যেমন ঘরের মেঝে জীবাণু মুক্ত থাকবে, তেমনই তেলের ঝাঁজে মাছি আসবে না।