21 April, 2024

BY- Aajtak Bangla

রান্নার তেলে মেশান ২ জিনিস, আপনা-আপনি কালো হবে পাকা চুল

পাকা চুল বার্ধক্যের প্রথম লক্ষণ। মানসিক চাপ, চুলের যত্ন না নেওয়া, পুষ্টির অভাব, সূর্যের আলো, জেনেটিক্স এবং রাসায়নিক ব্যবহারে চুল অকালে পাকে।

চুলে ডাই না লাগিয়ে স্বাভাবিকভাবে কালো করতে চান অনেকে। রান্নার তেলেই রয়েছে সেই গুণ। 

সর্ষের তেলে দুটি জিনিস মেশালে চুল শুধু কালোই হয় না, নরম, খুশকিমুক্ত ও লম্বা হয়।

অ্যান্টি-অক্সিডেন্ট, পুষ্টি এবং সেলেনিয়ামের মতো যৌগ আছে সর্ষের তেলে। চুলের ফলিকলকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্ষতি থেকে রক্ষা করে। 

সর্ষের তেলে দিন হলুদ ও কারিপাতা। কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ

একটি প্যানে এক বাটি সর্ষের তেল দিয়ে গরম করুন। 

এতে এক চামচ হলুদ গুঁড়ো আর এখন ১০-১২টি কারি পাতা দিন। পাতা কালো হওয়া পর্যন্ত গরম করুন।

তেল গরম করে ঠান্ডা হতে দিন। সপ্তাহে ২-৩ বার প্রায় ১০ মিনিট চুল ম্যাসাজ করুন। 

সারারাত এই তেল চুলে লাগিয়ে রাখুন। কিছু দিনের মধ্যেই চুলের রং স্বাভাবিকভাবেই কালো হতে শুরু করবে।

 এই তেল নিয়মিত মাথায় ম্যাসাড করলে চুল পড়া রোধ করে। চুল বৃদ্ধি পায়।