8 August, 2024
BY- Aajtak Bangla
দূষণ, খাওয়াদাওয়ায় অনিয়মের কারণে এখন চুল পড়ছে। এর সঙ্গে দায়ী নানা রাসায়নিক শ্যাম্পু ও জেল।
ঘরোয়া উপায়ে চুল পড়ার সমস্যা কমান। এর জন্যও লাগবে একটি রসুন। বাড়বে চুল।
রসুন সরাসরি মাথার ত্বকে ঘষলে জ্বালাপোড়া হয়। চুলে রসুনের গন্ধ থাকে। তাই বিশেষ উপায়ে রসুন লাগান।
রসুনে রয়েছে অ্যালিসিন যৌগ যা অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এর সাহায্যে চুল পড়ার সমস্যা কমে।
অ্যালিসিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে। যে কারণে চুল দ্রুত বাড়ে। চুল পড়াও বন্ধ হয়।
একটি রসুন থেঁতো করে একটি কাচের বোতলে ৫০ মিলি জলে দিন।
এই জল দুই দিন রোদে বা গরম জায়গায় রেখে তারপর স্প্রে বোতলে ঢেলে দিন।
এতে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ফলে রসুনের গন্ধ থাকবে না। এই জল চুল পড়, ভাঙা এবং খুশকির মোকাবিলা করবে।
চুলের গোড়ায় দুই থেকে তিন ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন।
রসুনের অ্যালিসিন যৌগ ঠিক রাখার জন্য বেটেই জলে দিন।