17 AUGUST 2024
BY- Aajtak Bangla
বর্ষাকাল এলেই চুল নিয়ে নানা সমস্যায় ভুগতে হয়। স্যাঁতসেঁতে পরিবেশে স্ক্যাল্পে বাসা বাঁধে নানাবিধ সংক্রমণ। দাপট দেখায় খুশকিরও। এতে অঝোরে চুল পড়ে।
সময়মতো বাগে আনতে না পারলে মাথা জুড়ে টাক পড়তে বেশিদিন সময় লাগবে না।
তাই খুশকি, হেয়ার ফলকে বাগে আনতে হেয়ার কেয়ার রুটিনে নজর দিতে হবে।
মা-ঠাকুমাদের সেই পুরনো টোটকাতেই ভরসা রাখতে পারেন। তেল মালিশ দিয়েই হেয়ার ফলকে বাগে আনতে পারেন।
তবেই দ্রুত সুফল মিলবে। আজ সেই বিশেষ তেলেরই হদিশ দিচ্ছি আমরা।
একটি কাচের শিশিতে একে একে কুমড়োর বীজ, তিসি বীজ ও কালো জিরের তেল মিশিয়ে নিন। সঙ্গে ভিটামিন ই অয়েল মেশাতেও ভুলবেন না।
সব তেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাতে পাঁচ ফোঁটা রোজমেরি অয়েল দিয়ে দিন। এবার সব উপাদান মেশানো হয়ে গেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি আপনার সিড অয়েল।
হাতের তালুতে কয়েক ফোঁটা এই সিড অয়েল নিয়ে নিন। তারপর আঙুলের ডগা দিয়ে সেই তেল স্ক্যাল্পে মাসাজ করুন।
৫-১০ মিনিট সার্কুলার মোশনে স্ক্যাল্পে মাসাজ করতে হবে। তাতেই স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে যাবে হেয়ার ফলিকলে।
এতে চুলের গোড়া শক্ত হবে। বন্ধ হবে হেয়ার ফল। গজাবে নতুন চুলও।