BY- Aajtak Bangla
23 APRIL, 2025
গরমে ঘামাচির সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেরই গায়ে ঘামাচি হয়।
ঘামাচি দূর করার জন্য অনেকে নানা পাউডার মাখেন। তবে তার ফল খুব একটা দীর্ঘস্থায়ী হয় না।
ঘরোয়া কিছু উপায়েই ঘামাচির সমস্যা সারাতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, ঘামাচির সমস্যা হলে দিনে একাধিক বার ঠান্ডা জলে স্নান করুন।
ঘামাচির জায়গাগুলিতে বরফ লাগান। এতে উপশম হবে।
ওটস বেটে তার মিশ্রণ ঘামাচির জায়গায় লাগালে সেরে যায়।
চন্দন বেটে ঘামাচির জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।
ঘামাচির জায়হায় লাগান অ্যালোভেরা। এতেও উপকার পাবেন।