16 April, 2024
BY- Aajtak Bangla
গরমে পোকামাকড়ের সঙ্গে বাড়ে মাছিও। খাবারকে দূষিত করে মাছি।
মাছি ভনভন করে রোগের আগমন ঘটে ঘরে। ঘরোয়া টিপসেই পান মুক্তি।
মাছি থেকে পরিত্রাণ পেতে ঘরেই তৈরি করুন স্প্রে। মাছির উপর সেই স্প্রে করলে পালিয়ে যাবে।
স্প্রে তৈরি করতে দরকার অ্যাপেল সিডার ভিনেগার এবং ডিশ সোপ বা কোনও তরল সাবান।
দুটি জিনিসই সমান পরিমাণে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। মাছিদের উপর এই স্প্রে স্প্রে করলে পালাবে।
এমন অনেক গাছ আছে যা মাছি তাড়ায়। পুদিনা, তুলসী এবং তেজপাতা মাছি থেকে মুক্তি দেয়।
বাড়িতে পুদিনা ও তুলসী গাছ রাখতে পারেন। মাছি ঘরে আসে না। আর তেজপাতা রাখুন ছড়িয়ে।
পুদিনা, তুলসী ও তেজপাতা পিষে জলে মিশিয়ে স্প্রে তৈরি করুন। মাছিদের উপর ছিটিয়ে দিলে পালিয়ে যায়।
গোলমরিচ ভালো করে পিষে জলে মেশান। মাছিদের উপর স্প্রে করলে তারা পালিয়ে যায়।
ঘরদোর পরিষ্কার রাখুন। গরমে রোজ ফিনাইল দিয়ে ঘর মুছুন।