BY- Aajtak Bangla
23 APRIL, 2025
ফল বা বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রে মাছি চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বেশি মাছি বসে ফলের উপর।
আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও, এটি আসলে খুবই ক্ষতিকর। একটি স্ত্রী মাছি একবারেই প্রায় ৫০০ ডিম পাড়তে পারে ফলের উপর।
জানুন কীভাবে ঘর থেকে মাছি তাড়ানোর সহজে উপায়। রইল ঘরোয়া টোটকা।
দোকান থেকে ফল কিনে এনে ভিনেগার সলিউশন দিয়ে ফল ধুয়ে ফেলতে পারেন। কিংবা ওয়াশিং স্প্রে করতে পারেন, এটি মাছির ডিম সরিয়ে ফেলবে।
ময়লা ফেলার ঝুড়ি বা বাক্স অবশ্যই ঢেকে রাখতে হবে। পঁচা ফল-সবজি বা খোসা ফেললে, তা মাঝেমধ্যেই পরিষ্কার করতে হবে।
তলার দিকে পঁচতে শুরু করেছে এমন এক টুকরো ফল একটা বয়ামে রেখে ,এতে ভিনেগার ঢেলে রাখতে পারেন।
পুদিনা এবং তুলসীর স্প্রে মাছি তাড়াতে প্রধান উপাদান হিসেবে কাজ করে। এই দুই উপকরণ দিয়ে এক্ট্রি স্প্রে তৈরি করে রাখুন।
মাছি তাড়ানোর সবচেয়ে সহজ উপায় হল নুন ও জলের ব্যবহার। একটি পাত্রে এই জল মিশিয়ে ফুটিয়ে নিন। মাছি বসলেই স্প্রে করুন।
চিনি এবং গোলমরিচের সঙ্গে দুধের মিশ্রণ তৈরি করতে এক গ্লাস দুধে ৩ চা চামচ চিনি ও ১ চা চামচ গোলমরিচ নিয়ে ফুটিয়ে নিন।
তীব্র গন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল বা কেরোসিন তেল মাছির যম। এগুলি দিয়ে ঘর মুছলে মাছি পালায়।
এই সব ঘরোয়া টোটকার বাইরেও মনে রাখতে হবে, অপরিষ্কার ও অগোছালো স্থানে মাছির আনাগোনা বেশি হয়। তাই ঘরবাড়ি পরিষ্কার রাখলে মাছির উপদ্রব কমবে।