26 August,, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় তুলসী গাছ ভরেছে পোকায়? রান্নাঘরের এই জিনিস দিলেই পালাবে

তুলসী গাছের শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক গুরুত্বও রয়েছে। ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনে তুলসী। 

সব সনাতনীদের বাড়ির দালানে বা বারান্দায় থাকে একটি করে তুলসী। 

সঠিক যত্ন সত্ত্বেও তুলসী শুকিয়ে যায়। পোকা ধরে যায়। পোকা থেকে গাছ বাঁচাবেন কীভাবে?  

বাজার থেকে কেনা কীটনাশক স্প্রে করলে লাভ হয় না। বরং রান্নাঘরের একটি জিনিসেই হবে কেল্লাফতে।  

ঘরোয়া উপায়ে গাছের বৃদ্ধি ভালো হবে। পোকামাকড়ে আক্রান্ত হবে না। এজন্য লাগবে নুন। 

নুন মাটির পুষ্টি বাড়ায়। তুলসী গাছে কীভাবে নুন দেবেন? রইল টিপ

প্রথমে একটি পাত্রে ১ লিটার জল নিন। তাতে ১ টেবিল চামচ নুন দিন। 

চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিন। এই দ্রবণটি একটি স্প্রে বোতলে রাখুন।।

তুলসী গাছে এই তরল স্প্রে করুন। সব পোকামাকড় দূর হবে। গাছপালা সবুজ হয়ে উঠবে।

পোকা তাড়াতে নিম পাতাও ব্যবহার করতে পারেন। নিম পিষে গাছের গোড়ায় দিন। তার পর জল দিন।