13 October, 2023

BY- Aajtak Bangla

বাজারের ওষুধ-তেলে ক্ষতি চুলের, উকুন তাড়ান  ৫ ঘরোয়া টোটকায় 

চুলে উকুন সাধারণ ব্যাপার। চুলে উকুন ধরলে চুলের গোড়া আলগা হয়ে পড়তে শুরু করে। 

উকুন হলে চুলের স্বাস্থ্যও খারাপ হয়ে যায়। 

চুল ঘন ও মজবুত করতে গেলে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। নইলে সমস্যা হতে পারে। 

জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে চুলের উকুন দূর করবেন। 

ভিনিগার চুলের উকুন দূর করতে সাহায্য করে। মাথায় লাগান ভিনিগার।  

অলিভ অয়েল চুলে নিয়মিত লাগালে চুলের উকুন মরে যায়। চুলের স্বাস্থ্য ভালো থাকে। 

টি ট্রি তেল সপ্তাহে ৩ বার করে এই টি ট্রি তেল চুলে লাগালে উকুন পালাবে।

রসুন পেস্ট করে লেবু রস দিয়ে এই পেস্টটি চুলে লাগাতে পারেন। এতে চুলের উকুন দূর হবে। 

পেঁয়াজের রস চুলে লাগালে চুলের উকুন দূর হবে। চুলের ঘনত্ব বাড়ে। উজ্জ্বলও হয়।