31 May, 2024
BY- Aajtak Bangla
গরমে বাড়ির দেওয়ালে, বাথরুমে টিকটিকি দেখা যায়।
টিকটিকি রান্নাঘরে থাকলে দূষিত হয় খাবার। টিকটিকির মল এবং লালায় সালমোনেলা নামক ব্যাকটেরিয়া মেলে।
খাদ্যে বিষক্রিয়া ঘটায়। খাবারে পড়লে তা বিষাক্ত হয়। মৃত্যুও হতে পারে।
তাই ঘর থেকে টিকটিকি তাড়ানো খুব দরকার। ঘরোয়া উপায়েই তাড়ান টিকটিকি।
ন্যাপথালিন বল- ন্যাপথলিন বল পিষে স্প্রে বোতলে রাখুন।
ন্যাপথালিনে জল এবং ২ চামচ ডেটল মিশিয়ে পুরো বাড়ির কোণে ছিটিয়ে দিন। টিকটিকি ঘর থেকে দূরে থাকবে।
ডিমের খোসা- ডিমে খোসা সেই সব জায়গায় ছড়িয়ে দিন যেখানে টিকটিকি সবচেয়ে বেশি মেলে। গন্ধ পেলেই তারা পালিয়ে যাবে।
মরিচ স্প্রে- একটি স্প্রে বোতলে জল ভরে গোলমরিচের গুঁড়ো মেশান। ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিন।
পেঁয়াজ এবং রসুন স্প্রে- পেঁয়াজ এবং রসুনের স্প্রে বাড়ির দেওয়াল এবং রান্নাঘর থেকে টিকটিকিকে দূরে রাখে।
একটি স্প্রে বোতলে পেঁয়াজ ও রেসুন থেঁতো করে রস মিশিয়ে ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিন।