28th October, 2024

BY- Aajtak Bangla

দেওয়ালে টিকটিকির দাপাদাপি, এই মশলার গন্ধেই সুড়সুড় করে পালাবে

অনেকেই দেওয়ালে থাকা টিকটিকিকে খুব ভয় পান আবার অনেকে মনে করেন বাড়িতে টিকটিকি থাকা শুভ।

ঘর থেকে টিকটিকি তাড়াতে পারলে বাঁচেন অনেকে। কিন্তু সারা বাড়ি দৌড়ে বেড়াতে কারই বা ভাল লাগে?

তবে কিছু নিয়ম মেনে চললে এই টিকটিকি বাড়িতে আসা বন্ধ হবে।

সাপের মতোই টিকটিকিও কিছু গন্ধ সহ্য করতে পারে না। সেগুলো ঘরের কোণে রাখলেই পালাবে টিকটিকি।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

রসুন, কফি, তামাক এবং লঙ্কাগুড়োর গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। ঘরের কোণে কোণে একটুকরো পেঁয়াজ বা রসুন, অথবা লঙ্কাগুঁড়ো খোলা অবস্থায় রেখে দিতে পারেন।

বাড়িতে ভিনিগার থাকলেও টিকটিকির উপদ্রব থেকে নিস্তার পাওয়া সম্ভব। সম পরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে নিন বাটিতে।

কাপড় ভিজিয়ে এর পর কিচেন ক্যাবিনেট, ডাইনিং টেবিল মুছে নিন। খাবারের দাগ, গন্ধ, ময়লা না দেখতে পেলে টিকটিকি আসবে না।

ঘরের কোণে, জানলা বা দরজায় ময়ূরের পেখম রেখে দিতে পারেন। ময়ূর টিকটিকি খায়। তাই পেখম দেখে ধারেকাছেও ঘেঁষবে না টিকটিকি।

শুধু আলমারির ভিতরেই নয়,ডাইনিং টেবিল, কিচেন ক্যাবিনেটেও ন্যাপথলিন রেখে দিতে পারেন। এতে টিকটিকি ঘেঁষবে না।

বাড়ির চারপাশে ঝোপঝাড় হতে দেবেন না। স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় পোকা-মাকড় জমলেও টিকটিকির আগমন ঘটে।