BY- Aajtak Bangla

কেন্নো আর ঘরে ঢুকবে না, শুধু জলে মিশিয়ে ফেলুন এই তেল 

5 July  2024

বর্ষায় ঘরে কেন্নোর উৎপাত বেড়ে যায়। দরজা, জানলা দিয়ে প্রায়ই কেন্নো ঢুকে পড়ে।

ভিজে আবহাওয়া, স্যাঁতস্যাঁতে পরিবেশে কেন্নোর আনাগোনা বেড়ে যায়।

কেন্নো তাড়াতে অনেকেই বাজারের নানা স্প্রে ব্যবহার করে থাকেন। তবে তাতে খুব একটা লাভ হয় না।

এই টোটকা মেনে চললেই ঘর থেকে সহজেই কেন্নো তাড়াতে পারবেন। আর ঢুকবে না ঘরে। কীভাবে?

কেন্নো যেহেতু ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশ পছন্দ করে, তাই ঘর যাতে আর্দ্র না থাকে, তা খেয়াল রাখতে হবে। ঘরে আলো-বাতাস ঢোকান। . .

কেন্নো তাড়াতে কেরোসিন তেল খুবই উপকারী। কারণ এই তেলের গন্ধ কেন্নো একদম সহ্য করতে পারে না।   . .

১ লিটার জলে ১ কাপ কেরোসিন তেল মিশিয়ে ঘর, জানলা, দরজার চারপাশে ছড়ান।

এই গন্ধে আর ঘরের ত্রিসীমানায় ঘেঁষবে না কেন্নো।

নুন, বেকিং সোডা জলে গুলে স্প্রে করলেও কেন্নোর হাত থেকে রেহাই পাবেন।