18 SEP, 2024
BY- Aajtak Bangla
বর্ষাকালে বাড়িতে কিংবা বাড়ির সংলগ্ন বাগানে আশ্রয় গেঁড়ে বসে কেন্নো। স্যাঁতসেতে পরিবেশে এদের আনাগোনা যেন বেশি বেড়ে যায়। কিছু সহজ উপায় মেনে চললেই কেন্নোর উপদ্রব থেকে মুক্তি পাবেন।
কেন্নো যেহেতু একটু ভিজে জায়গাই বেশি পছন্দ করে, তাই ঘর যদি আর্দ্র ও স্যাঁতস্যাতে হয়, তাহলে সমস্যা বাড়বে। দিনের বেলায় ঘরে ভাল করে রোদ আসতে দিন।
ঘরের দেওয়াল বা মেঝেতে কোনও ফাঁক থাকলে ভরাট করুন। এছাড়া জলের লাইনের আশপাশে পাইপ থেকে কোথাও জল বেরিয়ে যাচ্ছে কি না খেয়াল রাখুন।
প্লাস্টিকের জলের বোতল, একটি ইঞ্চি ছয়েক লম্বা পাইপ নিন। আর টুকরো করা ফল নিন। বোতলে ফলের টুকরো পুরে বোতলের মুখে পাইপটি ইঞ্চিদুয়েক ঢোকান। তারপর ভাল করে টেপ দিয়ে আটকে নিন। এই ভাবে বোতলটি মাটিতে শুইয়ে রাখুন। সহজেই ধরা পড়বে কেন্নো। কেন্নো জমলে বোতলটি ফেলে দিন।
ঘরের কোণে বা জানলার পাশে বা বাগানে ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার ছড়িয়ে দিন। এই পাউডারের সংস্পর্শে এলে কেন্নোর শরীর ধীরে ধীরে জলের অভাব ঘটে এবং এরা শুকিয়ে মারা যায়।
ঘরের সীমানা, দরজার ফাঁকের মধ্যে, বাড়িতে কোনও গাছ থাকলে তার মাটিতে, বাগানের ফেন্সের তলায় বা এমন কোনও স্থান যেখানে কেন্নো থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিতে পারেন।
বোরিক অ্যাসিডে কেন্নোর শরীরে হজমের ক্ষমতাকে নষ্ট করে দেয়। আর্দ্রতাযুক্ত জায়গায় ঘরের কোণে, বাগানে ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড।