BY- Aajtak Bangla
10 July 2024
এটা মোবাইল ফোনের যুগ। যে ফোন ছাড়া আমাদের একদণ্ড চলে না।
ইদানীং মোবাইল ফোনে আসক্ত হচ্ছে বাচ্চারাও। ছোট থেকেই মোবাইল ফোনের প্রতি ঝুঁকছে শিশুরা।
অনেক বাচ্চাই আছে, যারা মোবাইল ফোন না পেলে খেতেই চায় না। মোবাইল ফোন দেখতে দেখতে খায় তারা।
বিশেষজ্ঞদের মতে, বাচ্চাদের মোবাইল ফোনের প্রতি এই নেশা বদলাতে হবে। কিন্তু কীভাবে? ।
বাচ্চার মোবাইলের নেশা কাটাতে হলে আপনাকেও ফোন ব্যবহার কম করতে হবে। বিশেষ করে বাচ্চার সামনে ফোন ঘাঁটবেন না। . .
মজার কথা বলে, বা ঘুরতে ঘুরতে বাচ্চাকে খাওয়ান। . .
কোনও খেলনা সামনে রেখে বাচ্চাকে খাওয়ানো অভ্যাস করুন। . .
একসঙ্গে খেতে বসুন। বাচ্চাকে আলাদা করে খাওয়াবেন না।
বাচ্চাকে ধীরে সুস্থে খাওয়ান। ধৈর্য ধরতে হবে।