26 June, 2024

BY- Aajtak Bangla

এই একটি জিনিস করলেই আর মশা আসবে না, টিপস পুরকর্মীর

রাজ্যে ডেঙ্গি বাড়ছে। মশাবাহিত এই রোগে প্রাণহানিও হচ্ছে। এমন পরিস্থিতিতে মশা নিয়ে অনেকেই চিন্তিত।

কিন্তু মশা তো সর্বত্র। মশা থেকে মুক্তির উপায় কী?

মশা নির্ধন করার প্রথম ধাপ হল তার জন্ম রোধ করা। তার জন্য জানতে হবে, কোথায় মশা জন্মায়।

স্বচ্ছ, স্থির জলে মশা ডিম পাড়ে। সেখানে লার্ভা জন্মায়। তাই এইদিকে সবার আগে নজর দিতে হবে।

টব, ফুলদানি, টায়ার, এসির জমা জল, বন্ধ নর্দমায় জল জমে থাকে। সেখানেই মশার ডিম পাড়ার সম্ভাবনা বেশি।

ফলে আপনার বাড়িতে কোথাও যেন একটুও জল না জমে থাকে, সেই বিষয়ে নিশ্চিত করুন।

শুধু তাই নয়। আপনার আশেপাশের বাড়ি, পাড়াতেও যেন কারও এভাবে জল না জমে। এই বিষয়ে সচেতনতা প্রসার করুন।

পাড়ায়, রাস্তায় ড্রেনের জল জমলে তা সাফ করানোর ব্যবস্থা করুন। প্রয়োজনে পুরসভা বা পঞ্চায়েত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করুন।

ভোর ও বিকেলে দরজা-জানলা বন্ধ রাখুন। এই সময়ে মশাবেশি সক্রিয় থাকে। ঘরে প্রবেশ করতে পারে।

রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করুন। বাড়ির জানলায় নেট লাগাতে পারলে খুবই ভাল।