25 October, 2024
BY- Aajtak Bangla
রক্ত টেনে মশার পেট টইটুম্বুর। বিছানার উপর দিয়ে উড়ছে। ফটাস করে মারলেন। ব্যস!
আপনার পরিপাটি বিছানার চাদরে রক্তের দাগ। ঘুম উড়ে গেল।
এই সমস্যা খুবই সাধারণ। অনেক সময়ে সকালে উঠে দেখা যায়, বিছানার চাদরে মশার রক্তের দাগ লেগে আছে।
বেশিরভাগ সময়ে, কাচার পরেও এই রক্তের দাগ যায় না। এমনটা হলে কী করবেন?
এমনটা যখনই দেখতে পারেন, তৎক্ষণাত বিছানার চাদরের ওই অংশের তলায় একটি পুরানো কাগজ রাখুন।
তারপর বেশ কিছুটা ভিনিগার নিয়ে রক্তের দাগের উপর ঢেলে দিন।
একটি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আলতো হাতে ঘষতে থাকুন। এরপর যতটা দ্রুত সম্ভব সাবান দিয়ে চাদর কেচে ফেলুন।
জামাকাপড়ের ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলতে পারেন।
উল্লেখ্য, বাড়িতে ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন।