18 November, 2024
BY- Aajtak Bangla
v
অনেককে মশা অন্যদের চেয়ে বেশি কামড়ায়। এটা কোনও কথার কথা নয়। বরং সত্যি।
বিজ্ঞান বলছে, কিছু লোককে মশাদের একটু বেশিই প্রিয়! তারা কারা?
যাঁদের বেশি ঘাম হয়,তাঁদের মশা বেশি কামড়ায়। ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার গন্ধ মশাদের টানে।
গাঢ় রঙের জামার প্রতি মশারা একটু বেশিই আকৃষ্ট হয়।
বেশি চলাফেরা করলে মশারা বেশি কামড়ায়।
'ও' রক্তের গ্রুপের ব্যক্তিদের মশা বেশি কামড়ায়। ও পজিটিভ এবং ও নেগেটিভ গ্রুপের রক্তে থাকে বিশেষ গন্ধ যা আকৃষ্ট করে মশাদের।
অ্যালকোহল নিয়মিত খেলে ঘামও বেশি হয়। আর বেশি ঘাম মানেই মশারা ধরে ফেলবে।
মেটাবলিজম বেশি হলে কার্বনডাইঅক্সাইড নির্গমন বেশি হয়। এই হার বেশি গর্ভবতী মহিলা বা বেশি মেদযুক্ত মানুষের। মশারা বেশি কামড়ায়।
অন্তঃসত্ত্বাদের দেহ থেকে নির্গত ইস্ট্রোজেন হরমোনের গন্ধে আকৃষ্ট হয় মশা। তাঁদের বেশি কামড়ায়।