2 December, 2024

BY- Aajtak Bangla

নো সাইড এফেক্ট, মাত্র ৫ টাকার এই জিনিস মাটির প্রদীপে দিলেই পালাবে মশা

বাড়িতে মশার উপদ্রব বেড়েছে। মশা মারার ধুপ বা ইলেকট্রিক কয়েল ব্যবহার করেন অনেকে।

কিন্তু দুটো থেকেই যে গ্যাস নির্গত হয় তা ক্ষতিকর। ক্যান্সারের ঝুঁকি হতে পারে।  

হার্ট, ফুসফুস এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত করে কয়েল। কীভাবে বাঁচবেন?

ঘরোয়া উপায়ে মশা তাড়ান। খরচ মাত্র ২০ টাকা। নো সাইড এফেক্ট নেই।

প্রথমে একটি মাটির প্রদীপ নিন। এর মধ্যে দিন এক চামচ রসুন বাটা । 

তাতে তেজপাতা গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো দিন।

সমস্ত উপকরণ মিশিয়ে প্রদীপে দিন সর্ষের তেল ।

এরপর একটি সলতে দিন প্রদীপে। ধরিয়ে দিন প্রদীপটি। এ থেকে ধোঁয়া নির্গত হবে। 

সেই ধোঁয়ায় বাড়ির আনাচে-কানাচে থাকা মশা পালাবে।

এই প্রতিকারে শরীরের কোনও ক্ষতি হবে না।