24 April, 2024

BY- Aajtak Bangla

দিদা-ঠাকুমার টোটকা, এই দুই জিনিসের খোসা জ্বালালেই পালাবে মশা

কয়েল জ্বালিয়েও মশা যায় না। আবার কয়েলের ধোঁয়ায় নানা রোগ হতে পারে। 

ঘরোয়া উপায়েই তাড়ান মশা। এজন্য় ঠাকুমা-দিদাদের ঘরোয়া প্রতিকার করুন।

মশা তাড়াতে লাগবে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, নিমপাতা, কর্পূর, লবঙ্গ ও তেজপাতা।

পেঁয়াজ এবং রসুনের খোসায় আছে সালফার। যা মশরা পছন্দ করে না।

নিম অ্যান্টিব্যাকটেরিয়াল। তেজপাতা বায়ু বিশুদ্ধকারী। 

এই ৬ জিনিস মিশিয়ে নিয়ে রোদে শুকোন। এবার মিক্সারে পিষে নিন। 

প্রতিদিন সন্ধ্যার আগে বাড়িতে একটি মাটির পাত্রে এই মিশ্রণ রাখুন। 

তার উপরে উপরে কর্পূর এবং লবঙ্গ রাখুন।

কর্পূর জ্বালিয়ে বাড়ির কোণে রাখুন। সব মশা নিমেষে পালাবে। 

কর্পূর আর লবঙ্গের গন্ধ পছন্দ করে না মশারা। আর এটি ক্ষতিকরও নয়।