14 July, 2024
BY- Aajtak Bangla
বর্ষা নামতেই বাড়ে ডেঙ্গি। মশার ধূপ জ্বালিয়ে অনেক সময় রেহাই মেলে না।
মশার ধূপের রাসায়নিকের শরীরের ক্ষতিও হতে পারে। প্রাকৃতিক উপায়ে তাড়ান মশা।
প্রাকৃতিক উপায়ে মশা তাড়ালে শরীরের কোনও ক্ষতি হয় না। জেনে নিন উপায়
রসুনের রস- রসুনে রয়েছে সালফার। রসুনের কয়েকটি কোয়া পিষে জলে ফুটিয়ে নিন। ঠান্ডা করে স্প্রে করুন ঘরে।
কর্পূর- ঘরের জানালা-দরজা বন্ধ করে কর্পূর জ্বালিয়ে দিন। আধঘণ্টার মধ্যেই সব মশা ভ্যানিশ। শিশু বা পোষ্যরা যেন দূরে থাকে।
পুদিনা- সবুজ পুদিনা মশা নিরোধক। পুদিনা পাতা নিয়ে বাড়ির প্রতিটি কোণে রাখুন। সেখানে পুদিনার তেলও ছিটিয়ে দিতে পারেন।
লেবু ও লবঙ্গ- লেবুকে ২ টুকরো করে কেটে লবঙ্গ রেখে দিন। লেবু এবং লবঙ্গের গন্ধে পালায় মশা।
গাছপালা- বাড়িতে রোজমেরি,তুলসী এবং পুদিনা লাগাতে পারেন। এই গাছগুলি মশাকে দূরে রাখে।
চিনি এবং ইস্ট- বোতলে চিনি মেশানো গরম জল ঢালুন। জল ঠান্ডা হলে ইস্ট ছিটিয়ে দিন। মশা আপনাআপনি এসে পড়বে।