7 September,, 2024
BY- Aajtak Bangla
ইঁদুর, ছুঁচো ঘরে ঢুকে বিস্কিট, আটা, ডাল খেয়ে নেয়। নষ্ট করে পোশাক।
ছুঁচো, ইঁদুর বিষ না দিয়েই তাড়াতে পারেন। সেজন্য লাগবে একটি শ্যাম্পুর পাতা।
একটি ছোট রুমাল নিন। ছোট বাটিতে দেড় চামচ আটা, ২ টুকরো কর্পূর, লাল লঙ্কা গুঁড়ো এবং শ্যাম্পু নিন।
একটি পাত্রে আট, লাল লঙ্কার গুঁড়ো ও জল মিশিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান শ্যাম্পুও।
এবার রুমাল বা কাপড়ে মিশ্রণটি মাখিয়ে নিন ভালো করে। হাতে গ্লাভস বা প্লাস্টিক বেঁধে নিন। নইলে হাত পুড়ে যেতে পারে। পরুন।
তারপর কর্পূর গুঁড়ো করে সারা কাপড়ে ছড়িয়ে দিন।
যেখানে ছুঁচো ও ইঁদুর বেশি থাকে সেখানে এই কাপড়টি বিছিয়ে দেবেন।
ইঁদুর এসে খাওয়ার চেষ্টা করবে। মুখে লাগালেই দৌঁড়ে পালাবে। ছোট ইঁদুর থেকে মুক্তি পাবেন।
ইঁদুররা ফটকিরি একদম পছন্দ করে না। গুঁড়ো করে গর্তের চারপাশে ছিটিয়ে দিন। লেজ গুটিয়ে পালাবে।
ছুঁচো তাড়াতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যে জায়গা থেকে ইঁদুর সবচেয়ে বেশি আসে সেই জায়গায় ৭-৮ টুকরো পেঁয়াজ রাখুন।