12th October, 2024

BY- Aajtak Bangla

একরাতেই ঘর থেকে ইঁদুর পালাবে পাঁই পাঁই করে, ঘরোয়া টোটকাতেই জব্দ বাছাধন

ইঁদুরের উৎপাতে সহ্য করতে হয়না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল।

আমাদের অনেককেই ঘরে ঘরে সেই যন্ত্রণা সহ্য করতে হয়। নতুন হোক বা পুরনো, মূল্যবান বা সস্তা সব জিনিস নষ্ট করে দেয় ইঁদুর।

এর জন্য কোনও বাজার চলতি ওষুধ বা বিষের দরকার আছে এমন নয়। বাড়িতে থাকা কিছু জিনিসই ইঁদুর তাড়াতে দারুণ কাজ দেয়।

সেই সহজ কিছু টোটকা জেনে নিই।

ইঁদুর তাড়াতে পুদিনার পাতা, পুদিনা তেল খুবই কার্যকর। কারণ ইঁদুর পুদিনার পাতা, পুদিনার তেল গন্ধ একদম সহ্য করতে পারে না।

ইঁদুরকে আপনার ঘরের বাইরে রাখতে চাইলে ঘরের প্রতি কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন।

ইঁদুর মারতে শুকনো গোবর খুব কাজের। কোনও ইঁদুর শুকনো গোবর খেয়ে ফেললে তার মৃত্যু ঠেকানো যাবে না।

ইঁদুর মারতে গোলমরিচের জুড়ি নেই। আপনার বাড়ির ইঁদুরের বাসস্থানে গোলমরিচ রেখে দেখুন, ইঁদুর মরবেই। 

ইঁদুর মারতে আপনার পরিচিত আনাজটাই দারুণ কাজ দেবে। একটা পেঁয়াজ ইঁদুরের গর্তের মুখে কেটে রেখে দিন। দেখবেন, এতেই কাজ হয়ে যাবে।

বেকিং পাউডারের গন্ধ ইঁদুরের পছন্দ নয়। তাই ঘরের কোণে বেকিং পাউডার ছড়িয়ে রাখুন এবং তা সকালে ঝাঁট দিয়ে দিন। এতে ইঁদুরের উপদ্রব কমে যাবে।