5 November 2024
BY- Aajtak Bangla
অনেকেই বাড়িতে মাসিক রেশন এনে রাখেন কিন্তু কয়েকদিনের মধ্যে চালের,ডালে পোকা হয়ে যায়।
পোকার হাত থেকে বাঁচার উপায় আছে রান্নাঘরের মশলার পাত্রেই।
সেই মশলা হল তেজপাতা ।
কীভাবে তেজপাতার ব্যবহার করবেন, সেটা জেনে নিন।
চাল, ডালের পাত্রে তেজপাতা দিয়ে রাখুন। তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না পোকা।
চাল, ডালের কৌটোয় রেখে দিন ২টি তেজপাতা। তার পর দেখুন কামাল।
ময়দার বাক্সে একটি কাপড়ে তেজপাতা আর লবঙ্গ বেঁধে রেখে দিন। পোকামাকড় দূরে থাকবে।
তেজপাতার সঙ্গে পেঁয়াজের খোসা জ্বালিয়ে রান্নাঘরের গেটে রাখুন। শুধু খাবারেরই নয় সঙ্গে রান্নাঘরেও পোকামাকড় থাকবে না।
পিঁপড়ের হাত থেকে গাছ বাঁচাতেও কাজে দেয় তেজপাতা। গাছের টবে তেজপাতা রেখে দিন।
পিঁপড়ের হাত থেকে গাছ বাঁচাতেও কাজে দেয় তেজপাতা। গাছের টবে তেজপাতা রেখে দিন।