7 March, 2025
BY- Aajtak Bangla
v
গরমে ঘামের কারণে আন্ডারআর্ম থেকে দুর্গন্ধ আসে। পারফিউম দিলেও কাজ হয় না।
বগলের দুর্গন্ধে আত্মবিশ্বাস কমে যায়। আশেপাশের মানুষেরও সমস্যা হয়।
অনেকে দামি পারফিউমের কেনেন। কিন্তু সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।
ঘামের কারণে আন্ডারআর্ম থেকে আসা দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চাইলে ঘরোয়া প্রতিকার করতে পারেন।
বগলে দুর্গন্ধ কেন হয়? আসলে বগলে ঘাম বেশি হয়। অতিরিক্ত ঘামের কারণে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। এই ব্যাকটেরিয়া দুর্গন্ধ সৃষ্টি করে।
রাতে ঘুমোনোর আগে অ্যালোভেরা জেল লাগিয়ে ৫ -৭ মিনিট ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। গন্ধ দূর হবে।
নারকেল তেল বগলে ২০ মিনিট লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এতে ব্যাকটেরিয়া মরে যাবে।
পারফিউমের পরিবর্তে ল্যাভেন্ডার অয়েল দিন। সারাদিন সতেজ থাকবেন।
টি ট্রি অয়েলে থাকা অ্যাস্ট্রিনজেন্ট এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বগলের ছিদ্র বন্ধ করে দুর্গন্ধ কমায়।
ঘাম থেকে আসা দুর্গন্ধ কমাতে ডিও-র বদলে অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহার করুন।