20 November, 2024

BY- Aajtak Bangla

আলমারিতে রাখা সোয়েটারে বোঁটকা গন্ধ? দূর করুন এভাবে

ভোরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত এসে কড়া নাড়ছে। রাতে গায়ে হালকা শীতের চাদর। বাইরে বেরোলে সোয়েটার-মাফলার।

তবে সোয়েটারে বোটকা গন্ধ কীভাবে দূর করবেন? রইল টিপস

দীর্ঘদিন আলমারিতে বদ্ধ অবস্থায় থাকার দরুন শাল, সোয়েটার বা মাফলার থেকে বোঁটকা গন্ধ বেরোতে শুরু করে। তাই কাচা নেওয়া ছাড়া উপায় নেই।

আবার উলের জিনিস কাচার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। উলের জিনিস কাচতে ভুলেও ওয়াশিং মেশিন ব্যবহার করবেন না।

উলের পোশাকের সঙ্গে তাপ ও সাবানের বারবার ঘষা লাগার ফলে পোশাকটি জেল্লা হারাতে পারে। আবার অন্যদিকে, উলের রোঁয়া থেকে ওয়াশিং মেশিনেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সোয়েটার কাচার সময় অবশ্যই কেয়ার লেবেল পড়বেন। কিছু সোয়েটার থাকে যা শুধু ড্ৰাই ক্লিন করার পরামর্শ দেওয়া হয়।

আর যদি তেমন কিছু বলা না থাকে, তবে পুরনো পদ্ধতিতে হাতেই কেচে নিন পছন্দের সোয়েটার, শাল, মাফলার।

সাবান জল থেকে তুলে ধুয়ে নেওয়ার আগে সোয়েটার ৫-১০ মিনিটের জন্য ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। ঠান্ডা জল উল সঙ্কুচিত হতে দেয় না।

সোয়েটারটি জল থেকে তুলে নেওয়ার আগে দেখে নিন তাতে যেন ডিটারজেন্ট না লেগে থাকে। জল থেকে তুলে সর্বশক্তি দিয়ে নিংড়ে নেবেন না যেন! এতে সোয়েটারের সৌন্দর্য্য কমতে শুরু করবে।

সোয়েটার সর্বদা সমতল জায়গায় শুকোতে দিন। উলের পোশাক শুকোতে সাধারণের চেয়ে একটু বেশি সময় লাগে।