BY- Aajtak Bangla

ঘরে সাপ ঢোকে? এই রঙের সাবান রেখে দিন, কাছে ঘেঁষবেই না

4 July  2024

 বর্ষার মরশুমে সাপের উপদ্রব বেড়ে যায়। চারপাশে সাপের আনাগোনা দেখা যায়।

সাপ মানেই আতঙ্ক। সাপে বিষ থাকে। সাপ কামড়ালে বিপদ। তাই সাপকে আমরা সকলেই ভয় পাই। 

 অনেকের বাড়িতে সাপ ঢুকে যায়। যার জেরে আতঙ্ক ছড়ায়।

ঘরে যাতে সাপ না ঢোকে তার জন্য এই টোটকা মানলেই ফল পাবেন। জেনে নিন...

 ঘর থেকে সাপ তাড়ানোর জন্য সঙ্গে রাখুন লাল সাবান। . .

বিশেষজ্ঞদের মতে, ঘরের কোণায় লাল সাবানের টুকরো রেখে দিন। . .

লাল সাবানের টুকরো থাকলে সাপ আসবেই না।

কারণ, লাল সাবানে রয়েছে কার্বলিক অ্যাসিড। আর কার্বলিক অ্যাসিড সাপের যম।

ঘরের শুধু দরজা নয়, জানলা এবং অন্য প্রান্তও লাল সাবান রাখলে সাপ আসবে না।