BY- Aajtak Bangla
16 July 2024
সাপ মানেই আতঙ্ক, ভয়। বর্ষার মরশুম চলছে। আর এই সময়ই সাপের উপদ্রব দেখা যায়।
অনেকের ঘরেও সাপ ঢুকে পড়ে। তাই বিশেষ সাবধানতা নিতে হয়। নইলে বিপদ। সাপে বিষ থাকে, তাই সাপ কামড়ালে বড় বিপদ ঘটতে পারে।
ঘরে সাপ ঢুকে পড়লে তা বার করতে হিমশিম খেতে হয়। অনেকেই সাপকে মেরে ফেলে। তবে সাপকে না মেরেও ঘর থেকে বার করা যায়।
বর্ষাকালে বেশিরভাগ সাপই গর্ত থেকে বেরিয়ে আসে। ঘরে সাপ ঢুকে পড়লে অযথা আতঙ্কিত হবেন না। কিংবা মারবেন না।
বরং বন দফতরে খবর দিন। তারাই সাপটিকে উদ্ধার করতে পারবে। এর জন্য আপনাকে শুধু হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। .
ফোন করার পরে, আপনাকে আপনার লোকেশন বন বিভাগকে জানাতে হবে। কিছুক্ষণ পরে উদ্ধারকারী দল এসে সাপটিকে নিয়ে যাবে। . .
এই প্রসঙ্গে, বন্যপ্রাণী এসওএস দলে কর্মরত নীল ভট্টাচার্য বলেন, 'সাপ ধরার জন্য বন বিভাগের বিশেষজ্ঞ রয়েছেন। হেল্পলাইন নম্বরে ফোন করলে বিশেষজ্ঞকে উদ্ধার অভিযানের জন্য পাঠানো হয়।' . .
সাপ ধরার বিশেষজ্ঞদের রয়েছে বিশেষ প্রশিক্ষণ। এ ছাড়া সাপ ধরার জন্য একটি বিশেষ হাতিয়ার অর্থাৎ সাপ ধরার লাঠি ব্যবহার করা হয়।
সাপ উদ্ধারের জন্য হেল্পলাইন নম্বর হল – 9871963535। ।