16 OCTOBER 2024
BY- Aajtak Bangla
বাড়িতে মাকড়সার উৎপাত বাড়লে ঝুলও বেড়ে যায়। ঘরের ভিতর, ছাদ, বাথরুমে মাকড়সা বাসা বাঁধে।
মাকসড়া তাড়ানো সহজ নয়। বাজারে রাসায়নিক পাওয়া যায় ঠিকই তবে তা সব সময় কাজ করে না।
কিন্তু ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে মাকড়সা তাড়ানো যায়। তাতে খরচও হবে না আবার ঝুল যন্ত্রণা থেকেও রেহাই পাওয়া যাবে।
কয়েক কোয়া রসুনেই মাকড়সা তাড়ানো যায়। সেজন্য একটা গোটা রসুনকে ভালোভাবে থেঁতো করে তার সঙ্গে জল মিশিয়ে বোতল থেকে স্প্রে করুন।
যে জায়গাগুলোতে মাকড়সা বসে সেখানে স্প্রে করতে থাকুন কয়েকদিন। তাহলেই মাকড়সা পালাবে।
মাকড়সার আসা যাওয়ার রাস্তাতে লেবুর রস দিয়ে দিন। তাহলেও মাকড়সা পালাবে।
সাদা ভিনিগারেও খুব ভালো কাজ দেয়। মাকড়সার যেখানে বাসা সেখানে ভিনিগার স্প্রে করুন তাহলে পালাবে।
মাকড়সা তাড়ানোর আর একটা কৌশল হল পুদিনা পাতার ব্যবহার। এর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না মাকড়সা।
সেজন্য পুদিনা পাতা শুকিয়ে ঘরের আনাচে কানাচে রেখে দিন। তাহলে মাকড়সা বাড়ি থেকে পালিয়ে যাবে।