7 June, 2024
BY- Aajtak Bangla
গরমে মুখ পুড়ে যায়। ট্যানিংয়ের কারণে কালো লাগে মুখ। বারবার পার্লারে গেলে ত্বকের ক্ষতি।
প্রাকৃতিক জিনিস দিয়ে ঘরেই তৈরি করতে পারেন গোল্ড ফেসিয়াল। কী কী লাগবে
উপাদান- কাঁচা দুধ, লেবুর রস, চিনি, মধু, অ্যালোভেরা, অলিভ অয়েল, বেসন, হলুদ, গোলাপ জল এবং তুলো।
ফেসিয়াল করার আগে ত্বক পরিষ্কার করে নিন। তুলোয় কাঁচা দুধ নিয়ে মুখ পরিষ্কার করুন।
এরপর একটি পাত্রে কিছু লেবুর রস, চিনি ও মধু মিশিয়ে নিন। সবকিছু মেশানোর পর মুখে লাগিয়ে রেখে দিন।
২ মিনিট ধরে স্ক্রাব বা ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২ চামচ অ্যালোভেরা জেলে লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। ১০ মিনিট মুখে ম্যাসাজ করুন।
তুলো দিয়ে মুখ পরিষ্কার করুন। ত্বকে ফেসপ্যাক লাগান।
এবার বেসন, কাঁচা দুধ, মধু এবং গোলাপ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ২০ মিনিট লাগিয়ে রাখুন। তুলো দিয়ে মুখ পরিষ্কার করুন।
ত্বকের ট্যানিং এবং ব্রণ কমবে। অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে। হাইড্রেট করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ঔজ্জ্বল্য দেয়।