BY- Aajtak Bangla
24 January 2025
জামাকাপড়, বই আলমারিতে রেখে দিয়েছেন। কিন্তু অনেক সময়ে বই, কাপড় পোকায় কেটে দেয়।
অনেকের বাড়িতেই এই সমস্যা হয়। এর থেকে মুক্তির উপায় কী?
বই, জামাকাপড়ের আলমারি নিয়মিত নাড়াচাড়া করুন। একটানা বন্ধ, অব্যবহৃত রেখে দিলে পোকা হতে বাধ্য।
আলমারির প্রতিটি তাকের কোনে, মাঝে ন্যাপথলিন রাখুন। নিয়মিত সেটি বদলান।
নিম গাছের ডাল, পাতা শুকিয়ে সেটি কাপড়ের মাঝে রাখতে পারেন।
আলমারি রাখুন রোদ-বাতাস লাগে এমন কোনও স্থানে।
পোকা লেগে গেলে সেক্ষেত্রে সব জিনিসপত্র বের করে ফেলুন। আলমারি কেরোসিন দিয়ে ভাল করে মুছুন।
এরপর নতুন করে, ন্যাপথলিন দিয়ে রাখুন। ভাল করে ঝেড়ে নিন।
পুরানো আলমারি মাঝে মাঝে রঙ করান। এতে পোকামাকড়ের উপদ্রব কম হবে।