16 September, 2024

BY- Aajtak Bangla

টিকটিকির টিকি-ও থাকবে না! তাড়ানোর টোটকা শিখে নিন

v

বর্ষায় ঘরে টিকটিকির উৎপাত বাড়ে। লাঠি, ঝাড়ু দিয়ে তাড়ালেও ফিরে আসছে?

জেনে নিন টিকটিকি না মেরে তাড়ানোর ৮ ঘরোয়া উপায়

লাল লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো জলে মিশিয়ে স্প্রে করুন ঘরের কোণায়, জানালা, দরজায়। তীব্র ঝাঁঝে টিকটিকি পালাবে।

ডিমের খোসা সেই সব জায়গায় রাখুন যেখানে টিকটিকির উৎপাত বেশি। গন্ধে টিকটিকি পালিয়ে যায়।

পেঁয়াজ এবং রসুনের পেস্ট তৈরি করে স্প্রে হিসাবে ব্যবহার করুন।

কর্পূর টিকটিকি তাড়াতেও সাহায্য করে। ঘরের সব কোণায় কর্পূর রাখুন।

ন্যাপথালিন বল টিকটিকির থেকে মুক্তি পেতে প্রয়োজন মাত্র ১-২টি ন্যাপথলিন বল। এগুলি আপনার বাড়ির কোণে রাখুন। 

টিকটিকি দেখতে পেলে ঠান্ডা জল ছিটিয়ে দিন, দেখবেন পালিয়ে যাবে। 

কফি পাউডারের সঙ্গে খয়ের মিশিয়ে স্প্রে করুন। টিকটিকি বাপ বাপ বলে পালাবে। 

ময়ূর টিকটিকি খায়। ঘরে ময়ূরের পালক রাখলে গন্ধে পালায় টিকটিকি।