04 December 2023
BY- Aajtak Bangla
গাড়িতে উঠলেই অনেকের বমি পায়। ফলে রাস্তা ঘাটে সমস্যায় পড়তে হয়।
আপনারও যদি এই রকম সমস্যা হয়, তা হলে এই সাধারণ টোটকাতেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
তবে অনেকক্ষেত্রেই এমনটা হয় মাইগ্রেনের সমস্যার কারণে। মোশন সিকনেস সমস্যা তৈরি করে তাঁদের।
যদি এমনটা হয়, তা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
তবে যদি মাইগ্রেনের সমস্যা না থাকা সত্ত্বেও গাড়িতে উঠলেই বমি পায় তা হলে মুখে রাখতে পারেন আদার কুঁচি।
এতে কিছুটা হলেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। পেছনের দিকে বসলে বেশি ঝাঁকুনি হয়।
জানালার পাশে বসুন। জানালা খোলা রাখুন, বাইরের হাওয়া ভেতরে আসতে দিন। বাইরের প্রকৃতি উপভোগ করার চেষ্টা করুন।
খালি পেটে গাড়িতে উঠবেন না। খালি পেটে অ্যাসিড হয়। আর তার জন্যই বমি পায়।