BY- Aajtak Bangla

২৫-এই হাত যেন ৬০ বছরের, ঘরোয়া যত্নে কুঁচকে যাওয়া চামড়া হবে টানটান

9 April, 2025

ত্বকের যত্ন করলেও মেয়েরা অনেক সময়ই হাতের যত্ন নিতে ভুলে যান।

আর যে কারণে কম বয়সেই হাতের চামড়ায় পড়ে ভাঁজ।

তবে সঠিক সময়ে হাতের যত্ন নিলে আপনার হাত থাকবে মোলায়েম ও নরম।

তাই মুখের যত্ন নেওয়ার পাশাপাশি হাতের যত্ন নেওয়াও খুব দরকার। শিখে নিন কিছু ঘরোয়া পদ্ধতি।

শরীরে পর্যাপ্ত জলের অভাবে, সানস্ক্রিন লোশন না লাগানোর কারণে, হাতে ক্রিম না দেওয়ায় হাতের চামড়া কুঁচকে যেতে পারে।

তাই হাতের বলিরেখা দূর করার জন্য পর্যান্ত পরিমাণে জল পান করা খুবই দরকার।

সাধারণত, মুখের মতো হাতও রোদে উন্মুক্ত থাকে। তাই বাইরে যাওয়ার ২০ মিনিট আগে এসপিএফ ৩০ সমৃদ্ধ সানব্লক ব্যবহার করা উচিত।

জলের কাজ করার কারণে অনেকের হাতের চামড়ায় ভাঁজ পড়ে। তাই নিয়মিতভাবে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান হাতে।

রাতে ‘হ্যান্ড ক্রিম’ বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উপকারী। এটা সারা রাত ত্বকে থেকে শোষিত হয় ও আর্দ্রতা ধরে রাখে।

এক্সফোলিয়েটও খুব দরকার। এক্সফোলিয়েটিং ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং আপনার হাতের বলিরেখা দূর করে হাতকে নরম করে।