BY- Aajtak Bangla
2nd March, 2025
মাছপ্রিয় বাঙালি। বাজারে গেলেই থলে ভরে মাছ নিয়ে আসেন।
মাছের ঝোল, মাছের কালিয়া, দই মাছ সহ কত ধরনের রান্না যে হয় তার তালিকা শেষ হবে না।
বাজার থেকে মাছ আনার পর তা ধোওয়া উচিত, সকলেই জানেন।
মাছ ধোওয়া থেকে মাছ রান্না করার পর হাতে মাছের আঁশটে গন্ধ থাকে। সেটা শত সাবান দিয়ে হাত ধুলেও যায় না।
আসুন জেনে নিই হাত থেকে এই আঁশটে গন্ধ কীভাবে দূর করা যায়।
হাতের আঁশটে গন্ধ দূর করার জন্য অন্যতম উপায় হল ভিনিগার আর বেকিং সোডা। বাটিতে এক চামচ ভিনিগার আর বেকিং সোডা মিশিয়ে রেখে দিন। মাছ কাটা-ধোয়ার পরে তা ভাল করে হাতে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
হাতের আঁশটে গন্ধ দূর করতে টুথপেস্ট খুবই জরুরি।
পাতিলেবু লাগালেও হাতের আঁশটে গন্ধ দূর হয়।
কফি পাউডার দিয়ে হাত ধুলে সহজেই এই গন্ধ দূর করা যায়। এর জন্য খুব সামান্য পরিমাণে কফি নিন। এবার হাতে ভালো করে ঘষে ধুয়ে নিন। এতেই দূর হবে মাছের গন্ধ।