07 February, 2024

BY- Aajtak Bangla

খরচ মাত্র ৫ টাকা, এই ১ জিনিসে টিকটিকি পগারপার; রইল উপায়

কে না চায় তার ঘর পরিষ্কার থাকুক, বাড়িতে পোকামাকড় ও টিকটিকির চিহ্ন না থাকুক? 

কিন্তু তা সত্ত্বেও টিকটিকি ঘরে ঢুকে উপদ্রব করে। ঘরের দেওয়াল হোক, বসার ঘরের দেওয়াল হোক বা টিউবলাইটের আড়ালে সব জায়গা দখল করে এরা। 

অনেক সময় এর থেকে রেহাই পেতে বাজার থেকে রাসায়নিক দ্রব্য কেনেন মানুষ। তবে এর থেকে বেশি কার্যকরী বাড়িতে বানানো এই টোটকা।

তার জন্য লাগবে- ১ টাকা কফি পাউডার, অল্প ময়দা ও ৫ টাকার তামাক বা গুটখা।

বাজার থেকে অল্প তামাক কিনে আনুন। তামাকের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। যেখানে এই গন্ধ পায় পালায়। কফির গন্ধও টিকটিকির যম।

কী করতে হবে?

প্রথমে ১ চামচ কফি নিন, এতে ১ চামচ ময়দা মেশান এবার এক চামচেক একটু বেশি ভেজা তামাক মিশিয়ে ভাল করে মিশ্রণটি মেখে নিন।

এবার এগুলিকে ছোট ছোট বল আকার দিন। তারপর বাড়ির চারপাশে যেমন ভেন্টিলেটর, জানলা যে যে জায়গা দিয়ে টিকটিকি আসতে পারে সেখানে এই বলগুলি ছড়িয়ে রাখুন।

সঙ্গে সঙ্গেই ফল পাবেন। দেখবেন সব টিকটিকি বাড়ি ছেড়ে পালাচ্ছে।