27 JUNE, 2024
BY- Aajtak Bangla
ক্ষতিকর কয়েল বা অয়েলের দিন শেষ, মশা তাড়াতে রইল ৫ টিপস
একে প্যাচপ্যাচে গরম তার মধ্যে হাল্কা বৃষ্টি। এই আবহাওয়াতেই ঘরে বাড়ে মশার উপদ্রব।
রাসায়নিক ধোঁয়া বা স্প্রে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে মশা তাড়ানো যায়। কীভাবে? জেনে নিন।
সূর্যাস্তের পর জানলা-দরজা বন্ধ রাখুন যাতে মশা ঘরে না ঢুকতে পারে।
ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখুন। স্টোররুম বা রান্নাঘরের প্রতিটা কোণা পরিষ্কার রাখুন যাতে তারা বাসা না বাঁধতে পারে।
বাড়ির বাইরে ময়লা জমতে দেবেন না। বাড়ির চারপাশের ড্রেনগুলি ঢেকে রাখুন।
কাটা লেবুর মধ্যে লবঙ্গ ঘরের কোণায় রাখলে পালাবে মশা।
রসুনে লবঙ্গ গুঁড়ো করে একটি জলের বোতলে ভরে নিন, তারপর এই মিশ্রণটি ঘরে স্প্রে করুন।
Related Stories
শীতে জলের দরে মেলে এ সবজি, দারুণ স্বাদ কিন্তু খাওয়ার আগে সাবধান
এই বয়সে বিয়ে হলেই জোশ বাড়বে পুরুষদের, সিক্রেট রইল
দামি ক্রিম ছাড়ুন, রান্নাঘরের এই জিনিস দিয়েই শীতে ত্বককে করুন ময়েশ্চারাইজ
ধোয়ার পরও পালং শাকে মাটি-পোকা আটকে? এই ট্রিকসেই হবে মুশকিল আসান