29 AUGUST, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় বাতাসে আর্দ্রতার কারণে ঘরের অনেক জায়গা থেকে দুর্গন্ধ আসতে থাকে। দেয়াল স্যাঁতসেঁতে হতে শুরু করে এবং দুর্গন্ধও বেরোতে শুরু করে।
এই সময় জামা কাপড়ের সঠিক যত্ন না নিলে দীর্ঘদিন আলমারিতে থাকা কাপড় থেকেও দুর্গন্ধ হতে থাকে।
কিছু সেরা টিপস যা অনুসরণ করে আপনি কয়েক মিনিটের মধ্যে ওয়ারড্রোব থেকে আসা দুর্গন্ধ দূর করতে পারেন এবং কাপড় নষ্ট হওয়া থেকেও বাঁচাতে পারেন।
ল্যাভেন্ডার তেল, এশিয়ান তেল, চন্দন তেল, ক্যামোমাইল তেল তুলোতে ভিজিয়ে আলমারির কোণায় কোণায় রাখতে পারেন।
এছাড়া, আরও একটি কার্যকরী উপায়, বর্ষায় আলমারিতে সিলিকা জেল রাখুন, এতে আসা বাজে গন্ধ দূর হবে।
এর জন্য আলমারির কোণায় ২-৩টি সিলিকা জেল রেখে দিন। এতে আলমারির দুর্গন্ধ থেকে দূরে থাকবে এবং পোকামাকড়ও এতে প্রবেশ করবে না।
এলাচ বা দারুচিনি গুঁড়োও ব্যবহার করেন অনেকে।