1st March, 2025

BY- Aajtak Bangla

ল্যাজ গুটিয়ে পালাবে নেংটি ইঁদুর, রান্নাঘরে ছড়িয়ে রাখুন ঝাঁঝালো সবজি

বাড়িতে ইঁদুরের উপদ্রবে অনেকেই অতিষ্ট হয়ে যান।

বিশেষ করে রান্নাঘরে এই ইঁদুরদের আনাগোনা সবচেয়ে বেশই থাকে। 

ধেড়ে ইঁদুরের পাশাপাশি নেংটি ইঁদুরের জ্বালাতনও কম নয়। 

আর এই ছোট ছোট ইঁদুরদের বাগে পাওয়া খুবই মুশকিল।

যতই ইঁদুর মারার বিষ রেখে দিন, তাও নেংটি ইঁদুরের দৌরাত্ম্য কম হতে চায় না।

তবে রান্নাঘরেই রয়েছে এমন এক সবজি, যা নেংটি ইঁদুরের যম।

যেখানে ইঁদুরের আনাগোনা বেশ সেখানে একটা পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিন।

পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না ইঁদুর। তাই ভুলেও রান্নাঘরে আসবে না।

বেশ কিছুদিন পেঁয়াজ কুচি রেখে দিন রান্নাঘরে, ইঁদুর ভুলেও ঢুকবে না।