5 October, 2023
BY- Aajtak Bangla
অনেক সময়ই আংটি আঙুলে একেবারে জাঁকিয়ে বসে যায়। তখনই সমস্যা দেখা দেয়।
দীর্ঘদিন আঙুলের আংটি খোলা না হলে এইরকম হয়ে থাকে।
এতে আঙুল ব্যথা হয়ে যায় ও ফুলে যায়। সেই কারণে অনেক সময় আংটি কেটে আঙুল মুক্ত করতে হয়।
কিন্তু এবার আর আঙুল কাটতে হবে না। ঘরোয়া উপায়েই বের করে ফেলুন আটকে থাকা আঙুল।
একটি শক্ত সুতোর এক মাথা আংটির ভিতর ঢুকিয়ে লম্বা অংশ বের করে রাখতে হবে।
এবার সুতোর অন্য মাথাটি আঙুলের নিচ থেকে আঙুলে পেঁচিয়ে দিতে হবে।
আঙুলের অর্ধেকের বেশি এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এরপর সুতোর মাথাটি আংটির ভিতর দিয়ে ঢুকিয়ে টান দিয়ে প্যাঁচ খুলতে হবে।
প্যাঁচের সঙ্গে আংটিও খুলে আসবে।
এছাড়াও আঙুলে আংটি আটকে গেলে সেই আংটির আশেপাশে লিকুউড ডিস সোপ বা বডি লোশন দিয়ে আংটি কয়েকবার ঘুরিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে উপরের দিকে টানতে হবে যাতে আংটি খুলে যায়।
একটি পাত্রে ঠান্ডা জল দিয়ে জলে বরফের টুকরো দিয়ে দিতে হবে। তারপর সেই জলে নিজের হাত যতক্ষণ পারবেন ডুবিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর হাত বের করে আস্তে আস্তে আংটি টেনে খুলে বের করে নিতে হবে।